কর্ণফুলীতে তালিমুল কুরআন ওয়াছুন্নাহ্‌ মডেল মাদ্রাসার বার্ষিক সভা

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৫২ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার তালিমুল কুরআন ওয়াছুন্নাহ্‌ মডেল মাদ্রাসাহেফজখানাএতিমখানার বার্ষিক সভাওয়াজ মাহফিল হিফয সমাপনসবক ও পাগড়ি প্রধান এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত মাদ্রাসা কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামরুল ইসলাম। আয়োজিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ হাবীবুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক হাফেজ মোঃ মঈন উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মুরব্বি ছিলেন জামিয়া হেমায়াতুল ইসলাম কৈয়গ্রাম মাদ্রাসার পরিচালক আল্লামা আতাউল্লাহ হোসাইনি। প্রধান মেহমান ছিলেন ক্রসিং মারকাজুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি ফয়জুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জিরি মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মাওলানা শাহাদাত হোসেন। বিশেষ বক্তা ছিলেন জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জাকারিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, আবু নাছের, শাহিনুল ইসলাম লিটু, কাইছার আব্বাস, মোহসিন খান সুমন, ইমরান আরফাত জুয়েল, মো: আজিম উদ্দিন, মো: জাবেদ, ব্যবসায়ী আহমদ নুর প্রমুখ। এবার অত্র মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী হিফয সম্পন্ন এবং ৩ জন শিক্ষার্থী সবক গ্রহণ করেন এবং ১১ জন শিক্ষার্থীকে পাগড়ী প্রধান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খতট খেলাঘর আসরের সম্মেলন
পরবর্তী নিবন্ধবাংলায় নামফলক লেখার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি