শিক্ষাক্ষেত্রে শিশুদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তাদের গিনিপিগ হিসাবে ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন সাংবাদিক জসীম চৌধুরী সবুজ। সাতকানিয়ার কাটগড় বিওসি মোড়ে জাতীয় শিশু কিশোর সংগঠন শঙ্খতট খেলাঘর আসরের ১২ তম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়ন পরিষদ চত্বরে সম্প্রতি সম্মেলনের দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান প্রণব বসাকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর দক্ষিণ জেলার সহ–সভাপতি অধ্যাপক বিপ্লব বসু, সাধারণ সম্পাদক অ্যাড. শৈবাল আদিত্য, সৈয়দ শিবলী ছাদেক কপিল, সামশুল ইসলাম, ডা. অজিত দেব, আবদুল মান্নান, ওসমান আলী। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন শঙ্খতট খেলাঘর আসরের উপদেষ্টা পরিষদের সভাপতি হোসেন উদ্দীন আহমদ ভূট্টো।তারেক উদ্দীন জিসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাস্টার নুরুল আবছার। সাংগঠনিক রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক ডা. সু্ব্রত দেব সজীব। উপস্থিত ছিলেন আবুল কালাম চাষী, মো. নাসির উদ্দীন, ডা. সন্তোষ কান্তি দেব, মাস্টার মোস্তাকুর রহমান টিপু, আহমদ হোসেন কোম্পানী, মো. সেলিম উদ্দীন প্রমুখ।
২য় অধিবেশনে মাস্টার নুরুল আবছারকে সভাপতি এবং ডা. সুব্রত দেব সজীবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।