লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টির ক্লাব মিটিং

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৪৪ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিবার্টির উদ্যোগে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাব মিটিং ও অনুদান প্রদান প্রোগ্রাম। এতে চেক ও নগদ অর্থ হস্তান্তর করা হয় যথাক্রমে হালিশহর দারুস সুন্নাহ এতিমখানা ও সীতাকুণ্ড বিদ্যাশ্রম এতিমখানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেহ উদ্দিন অপুসহ আর সি লায়ন কাজী আলী আকবর জাশেদ, কনসার্ন জেড সি লায়ন খলিলুল্লাহ সাকিব, আইপিপি নুরুল ইসলাম শাহাবুদ্দিন, ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ শরিফুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার কামরুজদোজা, প্রথম ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ফরহাদুল হক, ট্রেজারার লায়ন জাফর উদ্দিনসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযত্রতত্র ব্যাটারিরিকশা চলাচলের প্রতিবাদে রাহাত্তারপুলে বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধরাসুলের (সা.) জীবনাদর্শ অনুসরণের আহ্বান