মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে জুলাই গণহত্যা তুলে ধরবেন ভলকার তুর্ক

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৪০ অপরাহ্ণ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে জুলাইআগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিষয়ক প্রতিবেদনটি মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে তুলে ধরবেন। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এ কথা জানান। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সড়কের পাশে পড়ে আছে অজ্ঞাত নারীর মরদেহ
পরবর্তী নিবন্ধশাশুড়িকে খুন করা সেই জামাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ