ছতুরা দরবারে ৬৮তম ইছালে সওয়াব মাহফিল

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

ফুরফুরা সিলসিলার অন্যতম খলিফা শাহসুফি অধ্যাপক আবদুল খালেক এম এ (রহ.)’র ৬৮ তম ইছালে ছাওয়াব মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা দরবারে পীরজাদা এয়ার কমোডর (অবঃ) জাহিদ কুদ্দুসের সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে ছতুরা দরবারের পক্ষ হতে অধ্যাপকের (রহ.) লিখিত গ্রন’ সাইয়েদুল মুরছালিন ও সিরাজুস ছালেকিনের আলোকে শরিয়ত ও তরিক্বতের দিকনির্দেশনামূলক সুদীর্ঘ আলোচনা করেন, পীরজাদা সুফি আশেক হোসেন (মা.জি..)। আলোচক ছিলেন, সোনাকান্দা দরবারের গদীনসিন পীর অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান, মুফতি মুহাম্মাদ আবুল কাশেম ফজলুল হক, সৈয়দ হাসান আলআযহারী, খতিব হাফেজ ক্বারী মুফতি মুহাম্মাদ গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন, অধ্যাপক মাওলানা শাহ সুফি আলহাজ্ব আবদুল খালেক এম, (রহ.)- বাংলাদেশের একজন ক্ষণজন্মা মহাপুরুষ। অনুষ্ঠান উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিলোখতমে কুরআন, হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী পরিধান, জিয়ারত, বয়ান, তা’লীম, তসবিহ, তাহলিল, হামদ, নাত, জিকিরআজকার, মিলাদক্বিয়াম ও তাবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছাত্রসেনার উদ্যোগে ছাত্রসমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা