বন্দরনগরী চট্টগ্রামে প্রয়োজনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় চরম দুর্ভোগে আছে যাত্রীরা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ দুর্ভোগও বেড়েই চলেছে। সড়কে নামছে না নতুন বাস। বেশকিছু গণপরিবহন ব্যস্ত থাকে কল–কারখানায় শ্রমিক আনা–নেওয়াসহ ‘রিজার্ভ’ ভাড়ায়। যে কারণে সকালে অফিসগামী এবং অফিস শেষে ফেরার সময় নগরীর স্টেশনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। তেমনি সমস্যা দেখা দেয় সপ্তাহের ছুটির দিনে যাত্রী অনুযায়ী গাড়ি পাওয়া। বৃহস্পতিবার যাত্রীরা নতুন ব্রীজ এর সামনে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। সরকারি ছুটির দিনেও চলে এই সংকট। আর ঈদের ছুটিতে তো গাড়ি পাওয়া অধিক পরিমাণে সংকট দেখা দেয়। জীবিকার তাগিদে চট্টগ্রাম–কক্সবাজার উপজেলার হাজার হাজার মানুষ চট্টগ্রাম নগরীতে থাকেন। তাদের বেশিরভাগই ছুটির দিনে পরিবারের সদস্যদের সান্নিধ্য পেতে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে যান। এদিন নিজ গন্তব্যে যেতে শাহ আমানত সেতু চত্বরে হাজারও যাত্রী একসঙ্গে জড়ো হন। ছুটি কাটিয়ে চট্টগ্রামে ফিরতে ফের ভোগান্তিতে পড়তে হয় সাধারণ বাসযাত্রীদের। তাদের কেউ শনিবার আবার কেউ রোববার কাজের তাগিদে আবার নিজ বাড়ি থেকে চট্টগ্রাম নগরীতে ফেরেন। ফেরার পথেও গাড়ির অধিক পরিমানে সংকট দেখা দেয়। এমন দুর্ভোগের প্রতিকার দরকার। কর্তৃপক্ষের এ বিষয়টির দিকে নজর দেওয়া উচিত।
উম্মে সালমা
শিক্ষার্থী,
চট্টগ্রাম কলেজ।