লোহাগাড়ায় ১১ হাজার টাকার জাল নোটসহ মো. শাহ আলম (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রোববার পৌনে ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ আলম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজার বিঘা এলাকার ফেরদৌস আহমদের পুত্র।
জানা যায়, কিছুদিন যাবত পদুয়া তেওয়ারীহাট বাজারে কয়েকজন ব্যবসায়ী টাকার জাল নোট নিয়ে প্রতারিত হয়েছেন। গতকাল বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে নুরুর দোকানের সামনে থেকে টাকার জাল নোটসহ শাহ আলমকে আটক করে স্থানীয়রা। তার কাছ থেকে ৫০০ টাকার ১০টি ও ১ হাজার টাকার ৬টি জাল নোট পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স গিয়ে টাকার জাল নোটসহ শাহ আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এর আগেও টাকার জাল নোটসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। উক্ত মামলায় তার স্ত্রী জান্নাত আরাও আসামি। এছাড়া গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। সোমবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।