হাটহাজারীতে এক বাড়িতে দুর্বৃত্তরা গেটের তালা ভেঙে কর্তাকে জিম্মিকে করে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়ার সাদেক ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি চুরির মামলা রেকর্ড হয়েছে। সূত্র জানায়, উল্লিখিত এলাকার পাইপের গোড়া নামক স্থানের সাদেকুল ইসলামের বাড়িতে রাত ২ টার দিকে গেটের বাইরে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে বাইরে বের হতেই দুর্বৃত্তরা তাকে মারধর করে ঘরে ঢুকে পড়ে। এসময় পরিবারের সবাইকে জিম্মি করে নারী সদস্যদের কাছ থেকে দুই জোড়া কানের দুল ও একটি গলার নেকলেস, ভিকটিম সাদেকুল ইসলামের মানিব্যাগে থাকা নগদ চার হাজার টাকা ও তিনটি স্মার্টফোন নিয়ে নেয়। ঘরের স্টিল আলমিরা ভাঙচুর করে কাপড় চোপড় তছনছ করে। এলাকাবাসী ঘটনা টের পেয়ে পাশের মসজিদের মাইকে ঘোষণা দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘরের কর্তা সাদেকুল ইসলাম জানান, আমি দরজা খুলতেই পাঁচ থেকে ছয়জন মুখে গামছা বাঁধা হাতে লম্বা ছুরি, হ্যামার, খুন্তি, অস্ত্র নিয়ে আমার গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় উঠে আমার ছেলেকে গলায় ছুরি ধরে মারধর করে হাত, মুখ বেঁধে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে সকালের দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, এ ঘটনায় সাদেকুল ইসলাম ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি চুরির মামলা করেছেন। অপরাধীদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।