চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আমান শাহ মাজার থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই সোহরাব হোসেন।
তিনি জানান, ৩৪ উর্ধ এক যুবক আমানত শাহ মাজারে নামাজ শেষে বাসায় ফেরার সময় ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ করলে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। নিহত যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।