রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি

লাভ বাংলাদেশ পার্টির সংবাদ সম্মেলন

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

দেশে চলমান রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে লাভ বাংলাদেশ পার্টি। গতকাল বিকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানায় সংগঠনটি। এতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে প্রেস ব্রিফিংয়ে পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার সুফল পাচ্ছে না। কিছু স্বার্থান্বেষী মহল জনগণের অধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। প্রেস ব্রিফিংয়ে লাভ বাংলাদেশ পার্টি ছয় দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো, রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বেকার ও বয়স্কদের জন্য রাষ্ট্রীয় সহায়তা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান ও মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) বিনামূল্যে প্রদান, সরকারিবেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে ঘুষ ও দুর্নীতি বন্ধ করা, রাজনৈতিক দলগুলোকে সহিংসতা, চাঁদাবাজি ও পেশীশক্তি প্রদর্শন থেকে বিরত থাকা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল্লাহ মজুমদারের সঞ্চালনায় এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট আলমের পৃষ্ঠপোষকতায় প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটে
পরবর্তী নিবন্ধকদম মোবারক স্কুলে পুরস্কার বিতরণ, বিদায় ও বরণ