অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ানো মহানবীর (সা.) শিক্ষা

নিষ্ঠা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণে আমির হুমায়ূন মাহমুদ

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

কর্নেলহাটস্থ কর্নেল স্কয়ারে সমাজসেবী মানবিক সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের উপদেষ্টা থাইল্যান্ডের অনারারি কনসাল জেনারেল বিশিষ্ট সমাজ সেবক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ মাইনুল ইসলাম মাহমুদ, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ মানুষের জন্য।

গরিব অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্যের হাত বাড়ানো ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসা মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাই এ পবিত্র মাহে রমজানে সকলের উচিত বিভিন্ন সহায়তায় মানুষের পাশে দাঁড়ানো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, নিষ্ঠা ফাউন্ডেশনের আজীবন সদস্য ইলিয়াস খান ইমু, আজীবন সদস্য শাহজাদা মুহাম্মদ মাঈনুদ্দিন সানজারী, নিষ্ঠার পিআরও আবদুল্লাহ আল মামুন, জালালুদ্দিন হাসান, ফতেহ মুহাম্মদ আরাফ, তৌসিফ রেজা ইরফান, মাকসুদ,জাবেদ, রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ইউপি সদস্যসহ গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধসেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিংয়ে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে