গাজী কারাতে ক্লাবের বেল্ট প্রদান ও সন্মাননা অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার গাজী কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক সেনসি গাজী ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।
স্বাগত বক্তব্য রাখেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিহান প্রফেসর অজয় দে। বিশেষ অতিথি ছিলেন আইটিএফ বাংলাদেশ প্রধান সেনসি আলী আকবর এবং সাগর কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক ওবায়দুল হক সাগর ও শীবু সোতকান কারাতে দো র প্রধান প্রশিক্ষক সেনসি শিবু শীল। পরে বেল্ট প্রাপ্তদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় শাহজাদা আলমকে বিশেষ সম্মাননা দেয়া হয়।