যে জ্ঞান মানবতাকে সমুন্নত করে না, সেই জ্ঞান অর্থহীন

আইআইইউসির ওরিয়েন্টশনে বিওটি ভাইস চেয়ারম্যান

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেছেন, মানুষের মধ্যে দুটি সত্তা থাকে। একটি নৈতিক, আরেকটি পাশবিক। যে জ্ঞানার্জন পাশবিকতাকে দূর করে না তা কোন জ্ঞান নয়। যে জ্ঞান মানবতাকে সমুন্নত করে না সেই জ্ঞানার্জন অর্থহীন। তিনি বলেন, জ্ঞানকে কোরআনের সাথে সংযুক্ত করতে হবে। তিনি বলেন, দুর্নীতি শুধু টাকার অংকে হয় না, কলমের খোঁচায়ও হয়। পরিবর্তিত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে।

তিনি গতকাল নগরীর একটি হোটেলে আইআইইউসির এমবিএএমবিএম ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে আয়োজনে পুরস্কৃত ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার্টেঙ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহিম নূর। বক্তব্য রাখেন বিওটি সদস্য ও আইআইইউসির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ নেসারুল করিম।

স্বাগত বক্তব্য রাখেন এমবিএ ও এমবিএম প্রোগ্রামের কোঅর্ডিনেটর মোহাম্মদ জুনায়েদ কবীর। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের ছাত্র ইশরাক হাসান। সঞ্চালনা করেন প্রফেসর এ এম শাহাবুদ্দিন সোহেল ও ড. হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটুট বন্ধনের সভা
পরবর্তী নিবন্ধতেভাগা খামার পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব