মীরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. নুর নবী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষক মো. গিয়াস উদ্দিন এবং হামিদা আবেদীন পলির যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুল হক, সমাজ সেবক মো. ছালাহ উদ্দিন, এম মাঈন উদ্দিন, কাজী মনির, মোশারফ হোসেন লিটু চৌধুরী, কামাল উদ্দিন, মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ইমতিয়াজ উদ্দিন ইরফান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমল কান্তি ভৌমিক, সহকারী শিক্ষক হারুন অর রশীদ ফারুকী। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।