রাউজান তারেক মান্নান হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সালানা জলসা গতকাল শনিবার মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ড. প্রফেসর চৌধুরী মনিরুল হাসানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সুপার হাফেজ মুহাম্মদ মঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইন্সট্রাক্টর আবদুল হালিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম, রাউজান উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসাইন, মোরশেদুল মালিদা, মোরশেদুল আলম, প্রকৌশলী ফারুক, সাংবাদিক চৌধুরী আহছান খুররম, সাদিক শিবলী, সরওয়ার কামাল। এতে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা সুলতানা মাহমুদ আল কাদেরী, প্রধান ওয়াইজ সৈয়দ খাইরুল আমিন, বিশেষ বক্তা মাওলানা সাহেদুল আলম আল কাদিরী, সংবর্ধিত অতিথি ছিলেন, ডা. ফরিদ আহমেদ, ডা. বশির আহমেদ, ডা. শরমিন শামসুদ্দিন, ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী ইভান, ডা. মোহাম্মদ জিসান চৌধুরী। সালনা জলসায় প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, ছাত্রদের পূঁিতগত বিদ্যার পাশাপাশি নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। তিনি মাদ্রাসার সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। সংবর্ধিত অতিথিগণ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের যা কিছু অর্জন এলাকার মাটি ও মানুষের দোয়ার বরকতে। প্রেস বিজ্ঞপ্তি।