থানা থেকে লুট হওয়া রিভলবার নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন রানী রাসমনি ঘাট গোল চত্বর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড বুলেট, একটি টিপ ছোরা, একটি ফ্যাং ছোরা, একটি লোহার রড ও একটি পুরাতন গামছা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি রিভলবারটি গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল।

গতকাল ভোররাতে অভিযান চালিয়ে উক্ত বিদেশি রিভলবার, বুলেট ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাঈনুর ইসলাম মামুন প্রকাশ রনি ও মো. জামাল।

পাহাড়তলী থানার এসআই হাসান আজাদীকে বলেন, অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হলেও কয়েকজন আসামি কৌশলে পালিয়ে গেছে। গ্রেপ্তারকৃত ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা পাহাড়তলী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে অস্ত্র, ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, টাকাপয়সা লুট করে আসছিল। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতিগ্রহণ ও সমাবেত হওয়ার ঘটনায় একটি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে। পরবর্তীদের তাদের আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শিগগিরই
পরবর্তী নিবন্ধসীমান্তে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই