চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট আবেদনকারীর ৮৩ দশমিক ৫ শতাংশ অংশ নিয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী ‘বি’ ইউনিটের পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।
জানা গেছে, চবির ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২১৫টি। এ বছর ‘এ’ ইউনিটে আবেদন করেছিলেন মোট ১ লাখ ৯ হাজার ৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯০ হাজার ৮০০ জন। এতে আসনপ্রতি লড়েছেন ৭৪ জন শিক্ষার্থী এবং উপস্থিতির হার ৮৩ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে চবি কেন্দ্রে ২০ হাজার ১৭২ জন, রাবি কেন্দ্রে ১৭ হাজার ১৮৪ জন ও ঢাবিতে ৫৩ হাজার ৪৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
চবির বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো–অর্ডিনেটর প্রফেসর আল–আমিন বলেন, গত বছরের মতো এবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও ছিল সন্তোষজনক।
এবার চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিটে মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৫৫ জন শিক্ষার্থী। আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া বি–১ উপ–ইউনিটের ১০ মার্চ, বি–২ ১১ মার্চ ও ডি–১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপ–ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
যে সূচিতে চলবে শাটল : নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৯টা, ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।