নগরে আ. লীগ যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আজম, নুর উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো. মাসুদ চৌধুরী, মো. রাকিব মৃধা, বিষ্ণু নাথ, তোরাফ ফকির, মো. তসলিম, মো. হাসান, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, নুরে আলম প্রকাশ নুরু, রবি, মো. নাহিদ, মো. মুন্না আমিন, আয়েশা বেগম, আনোয়ার সাদেক, মো. সুমন, আইমান জাওয়াদ নাবিল, মো. রবিউল, মো. লোকমান, মোহাম্মদ জামিল হোসেন, সাগরময় আচার্য্য, মো. আনোয়ার, সাজ্জাদ হোসেন সাকিব, মো. ইমরান কাজী, মো. সোহেল, মো. শহীদুল ইসলাম, রবিউল হোসেন, মো. সুজন, মো. জুয়েল, সৈয়দ আলম, সেলিনা আক্তার, হামিদা বেগম, মো. রাসেল ও মো. লিয়াকত আলী।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক মাস আগের কৃষি জমি এখন ডোবা রাঙ্গুনিয়ায় টপ সয়েল কাটা থামছে না
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবির সমালোচনা সালাহ উদ্দিনের