পাসপোর্ট হারিয়ে আটকে যায় দুবাইযাত্রা, খুঁজে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধার করে প্রবাসীকে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর কতৃপক্ষ। গতকাল মো. তোফাজ্জল হোসেন নামের ঐ প্রবাসীকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পাসপোর্ট ফিরে পাওয়া ওই যাত্রীর নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং দুবাই প্রবাসী। আজ (শনিবার) দুপুরে তোফাজ্জলের হাতে হারানো পাসপোর্টটি তিনি ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম ফিরিয়ে দিয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি স্বল্প ছুটিতে দেশে আসেন তোফাজ্জল। গত ২৮ ফেব্রুয়ারি ইউএসবাংলার ফ্লাইটবিএস৩৪৩ যোগে দুবাই ফিরে যাওয়ার কথা ছিলো তার।

কিন্তু তিনি পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না। ফলে বাতিল হয় তার ওইদিনের দুবাই যাত্রা। এ বিষয়ে তোফাজ্জল বিমান বন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার সময় বিমানবন্দরে তিনি তার পাসপোর্ট হারিয়েছেন। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ যাচাইসহ অন্যান্য আনুসাঙ্গিক তদন্ত ও যাচাইবাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে তোফাজ্জলকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে ২১টি সার্কেলে ভাগ, হবে ৪শ অভিযান
পরবর্তী নিবন্ধঅফুরন্ত শান্তি ও কল্যাণের বার্তাবাহী রমজান শুরু