নগরীর রেয়াজুদ্দিন বাজার ও পাহাড়তলী কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন। অভিযানে ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে। রেয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। তিনি আজাদীকে বলেন, বিশেষ করে মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকান, ফলের দোকান, মুরগির ডিম ও মাংসের দোকানে আমরা অভিযান চালিয়েছি। অভিযানে এসব দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি। পণ্যের মজুদদারির বিষয়ে সকল ব্যবাসয়ীকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে পাহাড়তলী কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। তিনি আজাদীকে জানান, তিনিও মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ৭টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি সতর্কও করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম আজাদীকে বলেন, ভোগ্যপণ্যের বাজারে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।