বাঁশখালীর সরলে অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে খুন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালীর এক অটোরিক্সা চালক ছুরিকাঘাতে মারা গেছেন বলে জানা গেছে। তার নাম জাহেদ। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে বলা হয়, গতকাল শনিবার রাত ১১টার দিকে সরল ইউনিয়নের ডোম পাড়ার বেড়িবাঁধ এলাকায় অটোরিক্সা চালক জাহেদ ছুরিকাহত হন। স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তিনি মারা যান বলে তার প্রতিবেশি ইমন জানান । তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের ধারণা পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে ।

এ ব্যাপারে রাত ১২টা ২০মিনিটের সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, আহত রিঙাচালকের মৃত্যু হয়েছে এবং তার লাশ বর্তমানে হাসপাতালে আছে। তার গাড়ি মোবাইল ও অন্যান্য জিনিস পত্র পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধঈদ আয়োজনে সেইলর
পরবর্তী নিবন্ধঝোপের ভেতর বৃদ্ধার মরদেহ