আইবিডাব্লিউএফের বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ৭:৩২ অপরাহ্ণ

ইসলামপন্থী ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

চাম্বলের বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরানকে সভাপতি এবং জলদী আধুনিক হসপিটালের এমডি মোহাম্মদ শোয়াইবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ ওয়েল পার্কে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদ নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরামর্শক্রমে পুরণ করবেন বলে জানানো হয়েছে।

দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা ও অনুমোদন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিডাব্লিওএফের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। আইবিডাব্লিউএফ এর বাঁশখালী উপজেলা কমিটিকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জনদুর্ভোগ লাঘবে রমজান ঢুকতেই এসি ল্যান্ডের অভিযান