কাপ্তাইয়ের পাহাড়িকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর নবীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং, স্কুলের প্রক্তন প্রধান শিক্ষক মোঃ হারুনর রশিদ, প্রাক্তন শিক্ষক তিমির পদ বড়ুয়া এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। প্রধান অতিথি মোঃ রুহুল আমিন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে এসএসসি স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদেরও আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। দিন ব্যাপী আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সফল করে তুলতে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শারিয়ার শাওন, মোঃ উল্লাহ ভাঁইয়া, রুবিনা খাতুন, দোলন চন্দ্র দাশ, বিশ্বজিত বড়ুয়া, রফিকুল ইসলাম হেলালী, লাভলী রানী বড়ুয়া, কাকলী রাহা এবং এনাম আহমেদ খাঁন অক্লান্ত পরীশ্রম করেন। সুন্দর ও সুশৃঙ্খল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করায় প্রধান অতিথি মোঃ রুহুল আমিন স্কুলের শিক্ষক মন্ডলীদের আন্তরিক ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধবরমায় আবদুস সবুর খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সমস্যা সমাধানে হাফিজের পরামর্শ