ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে সেটা বললেন প্রোটিয়া তারকা ডাসেনও

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে একই ভেন্যু দুবাইয়ে। এটি কি তাদের বাড়তি সুবিধা দিচ্ছে না? পাকিস্তানি কোচ আকিব জাভেদ যখন এমন কথা বলেন, তখন অনেকেই মানতে চাননি। তবে তারই সুরে কথা বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ফলে আলোচনাটা ডালপালা গজিয়েছে ভালোভাবেই। দক্ষিণ আফ্রিকাও কি তেমন মনে করে? সংবাদ সম্মেলনে দলটির টপঅর্ডার ব্যাটার রসি ভ্যান ডার ডাসেনের কাছে এমন প্রশ্ন ছুটে গেলে একইরকম উত্তর দিলেন তিনি। ভ্যান ডার ডাসেন বলেন, এটি অবশ্যই একটি সুবিধা। পাকিস্তানও এটি নিয়ে মন্তব্য করেছে এবং আমি মনে করি এটি পুরোপুরি সত্যি। প্রোটিয়া তারকা আরও বলেন আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলেন, তাহলে এটি নিঃসন্দেহে একটি সুবিধা। যদিও ভ্যান ডার ডাসেন মনে করেন, এই সুবিধাটাই ভারতের জন্য চাপ হয়েও দাঁড়াতে পারে। তিনি বলেন, যে দল ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে। কিন্তু ভারত এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজনক হলেও, একইসঙ্গে তাদের ওপর বাড়তি চাপও থাকবে। কারণ তারা এই সুবিধা পুরোপুরি কাজে লাগানোর প্রত্যাশায় থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফুলতলা প্রিমিয়ার লিগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধরামু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত