সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্মিত হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবিরে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, একটি সমাজ ও রাষ্ট্র যথাযথভাবে কাজ করছে কিনা তা পরিমাপের অন্যতম মাপকাঠি হচ্ছে শ্রমিকজনতা। শ্রমিকরা যে সমাজে বা রাষ্ট্রে ভালো থাকবে না, সে সমাজ ও রাষ্ট্রকে প্রত্যাশিত মানে ভালো নেই। শ্রমিকমেহনতি মানুষ ভালো থাকলে বোঝা যাবে, সে দেশের অপরাপর নাগরিকরাও ভালো আছে। তাই আগামীর বাংলাদেশ পরিগঠনে শ্রমিকদের অধিকার ইস্যুকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিগঠন সহজ ব্যাপার নয়। শ্রমিকমালিক, ধনীগরীব, তরুণবৃদ্ধ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আর তেমন একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ পরিগঠনে শ্রমিকজনতা ও শ্রমিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডবলমুরিং থানা সভাপতি মো. আকরাম হোসাঈন জিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ডবলমুরিং থানার প্রধান উপদেষ্টা ফারুকে আজম, মহানগরী সহসভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার সহসভাপতি ইউনুছ আলি লিটন, মাওলানা সোহাইল হোসেন, কায়সার আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ঘরে মুরগি ঢোকায়’ হামলা, পটিয়ায় বৃদ্ধসহ আহত ৫
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং খুলশী সেন্ট্রালের চক্ষু পরীক্ষা ক্যাম্প