চবি ভর্তি পরীক্ষা শুরু আজ

আসন প্রতি লড়বে ৫৫ জন, পরীক্ষা হবে ঢাবি-রাবি কেন্দ্রেও

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪২৫ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ শনিবার। গতবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে উপইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার চারটি ইউনিট ও তিনটি উপইউনিটে মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৫৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। এ প্রেক্ষিতে আসন প্রতি লড়বেন ৮৯ জন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১ হাজার ৩৯৩, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছে ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া ‘বি১’ উপইউনিটে ১ হাজার ৯১১ জন, ‘বি২’ ৩ হাজার ৬৭০ জন এবং ‘ডি১’ এর জন্য আবেদন করেছে ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী। এবারও তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৬ হাজার ১৮০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

যে সূচিতে চলবে শাটল : নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৯টা, ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।

পরীক্ষার তারিখ : এবার প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হবে। এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৪৫ এর সময় ওএমআর শিট দেওয়া হবে এবং প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টা ১৫ মিনিটে। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষায় কোটাধারী শিক্ষার্থীদেরও সাধারণ শিক্ষার্থীদের সমান অর্থাৎ সর্বনিম্ন ৪০ নম্বর পেয়ে পাশ করতে হবে। যা গতবছর ৩৫ নম্বর ছিল।

কোন ইউনিটের পরীক্ষা কবে : আজ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া বি১ উপইউনিটের ১০ মার্চ, বি২ ১১ মার্চ ও ডি১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু আজ
পরবর্তী নিবন্ধআকবর শাহ এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেপ্তার