বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন কিছুদিন আগে ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রিজাউর রহমান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন রিজাউর। পরে চট্টগ্রাম মহানগরে নতুন আহ্বায়ক করা হয় আরিফ মঈনুদ্দিনকে। এর আগে আরিফ মঈনুদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ছিলেন। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন চট্টগ্রাম কলেজের ইবনে হোসইন জিয়াদ। নতুন ঘোষিত কমিটিতে নতুন কয়েকজনকে যুক্ত করা হয়েছে আর বাকিরা আগেই মতোই পদে রয়েছেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান বলেন, আমি সংগঠনের একজন একনিষ্ঠ সংগঠক হিসেবে বিগত সময়গুলোতে কাজ করে গেছি এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে শহীদ ভাই ও বোনদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে অবদান রাখার চেষ্টা করেছি। কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে যে নতুন ছাত্র সংগঠন হয়েছে, সেখানে আমাকে যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ছাত্র সংগঠনে কাজ করার মাধ্যমে দেশ ও জাতিকে নতুনভাবে সেবা করার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। তাই চট্টগ্রাম মহানগরের আহ্বায়কের পদ ছেড়েছি।