চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আসামি সুলতান মাহমুদ রিয়াদ প্রকাশ রিসাদ (২৭)। সে কক্সবাজার কুতুবদিয়া উপজেলার মুরালিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে হা‌তির আক্রমণে কাটুরিয়ার মৃত্যু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্রের মুখে ইউপি সচিবের সর্বস্ব লুট