বাঁশখালীতে হা‌তির আক্রমণে কাটুরিয়ার মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:২৪ অপরাহ্ণ

বাঁশখালীর পুইছড়ি পূর্ব পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হা‌তির আক্রমণে আবু ছিদ্দিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ‌ফেব্রয়া‌রি) সকাল ১০টার দিকে নিহতের লাশ পাহা‌ড়ি এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় জনগণ। নিহত আবু ছিদ্দিক বাঁশখালীর পুইছড়ি ইউ‌নিয়নের পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদরাসা এলাকার বা‌সিন্দা। সে দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুইছড়ি পূর্ব পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আবু ছিদ্দিক। স্থানীয় জনগণ খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থ‌ল থেকে ‌নিহতের লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে আসে।

এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদরাসা এলাকার আবু ছিদ্দিক নামে এক ব্যক্তি পাহাড়ে কাঠ কাটতে গিয়ে হা‌তির হামলার নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওমরা শেষে দেশে ফেরার পথে হাটহাজারীর প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার