গতকাল বৃহস্পতিবার সংগীত মনিষী আমীর খসরুর স্মরণে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের ২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু হয় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে। অনুষ্ঠান উদ্বোধন করেন বাঁশি বাদক উস্তাদ আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদারঙ্গের সম্পাদক সমীর চক্রবর্ত্তী।
সভায় উদ্বোধক বলেন, সদারঙ্গ ২৮ বছর ধরে দেশের শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে বড় ভূমিকা রেখেছে এর মূলে পণ্ডিত ড. স্বর্নময় চক্রবর্তী যিনি সমপ্রতি পি এইচ ডি করেছেন।
পাশা পাশি উস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে একুশে পদকে ভূষিত করায় প্রাণঢালা অভিনন্দন। তিনি আরো বলেন, মোবাইল আগ্রাসনের যুগে ছেলে মেয়েদেরকে কালচারাল ফিল্ডে রাখবেন, যা তাদের মনুষ্যত্ব ও জ্ঞানকে অনেক প্রসারিত করবে।
দ্বিতীয় পর্ব শুরু হয় সদারঙ্গের শিক্ষার্থী সদস্যবৃন্দের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে। পণ্ডিত ড. স্বর্ণময় চক্রবর্ত্তীর রচনা এবং সুরে, ইমন রাগে প্রথমে ঝাঁপতালে তারানা এবং পরে ত্রিতালে ‘সুরদাতা নাহি আয়ে’ বন্দিশটি পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এরপর যোগ রাগে খেয়াল পরিবেশন করেন রাজবাড়ীর শিল্পী ড.সুশান্ত কুমার সরকার। তাঁকে তবলায় সহযোগিতা করেন ময়মনসিংহের শিল্পী মনি শংকর আইচ, হারমোনিয়ামে যথাযথ সহযোগিতা করেন নাটোরের শিল্পী আলমগীর পারভেজ, তানপুরায় মীর মোহাম্মদ এনায়েতুল্লাহ সানী।
রাজশাহীর শিল্পী শায়লা তাসমিন পরিবেশন করেন সরস্বতী রাগে খেয়াল। তাঁকে তবলায় সহযোগিতা করেন রাজশাহীর শিল্পী সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাসের পরিমিতিবোধ তাঁর বাজনাকে উজ্জ্বল করেছে। নাটোরের শিল্পী আলমগীর পারভেজ সুমন নিজে উত্তম কণ্ঠশিল্পী হারমোনিয়াম সহযোগিতায় তার সুপ্রয়োগ লক্ষনীয়। তানপুরায় ছিলেন রুচিরা বড়ুয়া। এদিনের শেষ শিল্পী ফেনীর শিল্পী শ্যামল চন্দ্র দাশ বেহালায় চারুকেশি রাগ পরিবেশন করেন। সহযোগী শিল্পী ছিলেন তবলায় চট্টগ্রামের প্রীতম আচার্য। আজ শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনের প্রভাতি অধিবেশন শুরু হবে সকাল নয়টায়। এতে থাকবে কিশোর–কিশোরী শিক্ষার্থীদের পরিবেশনা। আনন্দী সেন (কন্ঠ), মো. হোসাইন চিশতী(তবলা), দেবব্রত সেন স্বপ্নীল (তবলা), হৃষিতা মল্লিক (কন্ঠ)। এরপরই থাকবে সেমিনার যেটির আলোচ্য বিষয়–তবলার বোল–বাণী শিক্ষার সাথে লয় সাধনার গুরুত্ব। এরপর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনের অন্তিম অধিবেশন–উচ্চাংগ সংগীতানুষ্ঠান। অধিবেশন উদ্বোধন করবেন সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ। পরিবেশনায় থাকবে আনন্দী সংগীত একাডেমির সমবেত তবলা লহড়া, দোলন কানুনগো, প্রমিত বড়ুয়, জয়দীপ ভঞ্জ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।