চট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্যসভা

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সাহিত্যসভা গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সহসভাপতি অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। সাহিত্যসভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তার। আসরে গল্প, কবিতা ও আলোচনায় অংশ নেন, লেখক নীলুফার শামসুদ্দিন, কবি ফরিদা ফরহাদ, কবি মর্জিনা আখতার, প্রাবন্ধিক নুসরাত সুলতানা, লেখক মহুয়া চৌধুরী, তাহেরা বেগম, ছড়াকার জায়তুননেসা জেবু, নূরুন নেসা, কবি সৈয়দা করিমুননেসা প্রমুখ। এ সভায় ঈদ পুনর্মিলনী এবং একই সাথে প্রকাশনা উৎসবের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের অধ্যক্ষ অসীম বড়ুয়া পেলেন শেরে বাংলা স্মৃতি পদক
পরবর্তী নিবন্ধসুফিবাদ পৃথিবীর সকল মানুষের কল্যাণে কাজ করে : সিটি মেয়র