সীতাকুণ্ডে অবস্থিত শিপ রিসাইক্লিং শিল্পের সংকটের মুখে কর্মহীন পড়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে এই শিল্পের মালিক কর্তৃপক্ষের সংগঠন বিএসবিআরএ। নানা আন্তর্জাতিক ও জাতীয় সমস্যার কারণে জাহাজ আমদানি বন্ধ হয়ে যাওয়া পাশাপাশি আমদানীকৃত জাহাজের কাটিং পারমিশন প্রাপ্তিতে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে শতাধিক শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলস্বরূপ, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায়, বিএসবিআরএ এর উদ্যোগে মঙ্গলবার দুই হাজারের অধিক শিপ রিসাইক্লিং শ্রমিকের মাঝে প্রতি জনকে ৩০ কেজি ওজনের চাল, ডাল, ছোলা, ভোজ্য তেল ও পেঁয়াজসহ নিত্য এক মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় কর্মহীন শ্রমিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম রিংকু, প্রসিডেন্ট (ভারপ্রাপ্ত) বিএসবিআরএ, কামাল উদ্দিন আহমেদ, সদস্য উপদেষ্টা পরিষদ, বিএসবিএরএ লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিএসবিআরএ, মো: করিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, মো: নাঈমশাহ ইমরান, ইসি সদস্য, মো: শাহীন আলম, ইসি সদস্য মো: সেকান্দর হোসেন ইসি সদস্য, হোসাইনুল আরেফিন, ইসি সদস্য, বিএসবিআরএ, চট্টগ্রাম শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন এবং ইপসা‘র সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম, শ্রমিক, ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিতি ছিলেন। এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান বিএসবিআরএ এর নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।