ভাষার জন্য প্রাণ দিয়ে গড়লো ইতিহাস। এ পৃথিবীর মানচিত্রে যারা গড়েছে ইতিহাস –তাঁরাই বুকের তাজা রক্ত দিয়ে রঞ্জিত করেছে ঢাকার পিচঢালা রাজপথ, তাদের ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ। এক সাথে মিলে গাই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি –আমরা কি ভুলিতে পারি’– বাংলা ভাষা গড়ার আশায় যারা প্রাণ দিয়েছে সেই সব বীর শহীদের প্রতি সালাম জানাই। এ দেশের মা মাটিতে তাঁদের অবদান চির স্মরণীয়। ভাইদের মহান ত্যাগের বিনিময়ে মাতৃভাষা আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে এজন্য বাঙালি জাতি হয়েছে ধন্য। সাহিত্যের প্রতি ভালোবাসা রেখে, ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষাকে বিশ্বের বুকে সমাদৃত করতে, আরও সুপরিচিত করার অভিপ্রায়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট, বাংলা একাডেমি সহ অন্যান্যরা জোরালো উদ্যোগ গ্রহণ করে যথাযথ ভূমিকা পালন করবে আগামী প্রজন্মের স্বার্থে ভাষার মাসে এটাই সকলের প্রত্যাশা।