তথ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করলেন মাহফুজ আলম

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে যোগদানের পর মন্ত্রণালয় ও অধীন দপ্তরসংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মাহফুজ আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে। খবর বাংলানিউজের।

তিনি মন্ত্রণালয়ের কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও অধীন দপ্তরসংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা মন্ত্রণালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও অধীন দপ্তরসংস্থাগুলোর পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তরসংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচার গাড়ির সংঘর্ষে নিহত দুই, আহত ২০
পরবর্তী নিবন্ধনগরীতে ২৪ ঘণ্টায় আ. লীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার