কর্ণফুলীতে রমজান উপলক্ষে এক হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

‘সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে’—এই মানবিক আদর্শকে ধারণ করে চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ব্লু হারবার ফিশিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুল হকের উদ্যোগে এই মহতী কার্যক্রম বাস্তবায়িত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের হাজী সৈয়দুল হকের বাড়িতে আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে শত শত সুবিধাবঞ্চিত মানুষ উপহার গ্রহণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা রমজান মাসে দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়ক হবে।

এছাড়া, প্রতি বছর তিনি পুরো রমজান মাসজুড়ে চরলক্ষ্যা ইউনিয়নের সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদে ১০ হাজার রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার আয়োজন করতেন মোহাম্মদ মনিরুল হক। স্থানীয়রা এই উদার উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হক বলেন, পবিত্র রমজানে গ্রামের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমাদের পরিবারের পক্ষ থেকে সামান্য এ উপহার বিতরণ করেছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়।

উল্লেখ্য, রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে মানবিকতা, ত্যাগ ও সংযমের শিক্ষা গ্রহণের পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়। এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে মানবতার সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাবিপ্রবির ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে