বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাত ২টা নাগাদ অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জন চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিএনএস সুরমা নিয়মিত টহলদানকালে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইটসহ ওই চোরদের আটক করে। তাদের কাছ থেকে জব্দকৃত মালামালের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলেও নৌবাহিনী জানিয়েছে। আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়,
বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার নিয়ে চুরির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাঠের বোটসহ চোর চক্রের ১৭ সদস্যকে আটক করে। এ সময় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে নৌবাহিনী জানিয়েছে।