চুয়েট ছাত্রলীগের সভাপতি নগরীতে গ্রেফতার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৩৫ অপরাহ্ণ

চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত পৌনে এগারটা নাগাদ নগরীর জামাল খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাগরময় আচার্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

তাকে কাল শুক্রবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত সাগর চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আগুনে পুড়ে প্রাণ গেল এক বৃদ্ধের