কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। স্যোসাল মিডিয়ার অপব্যবহার ত্যাগ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন হড়ে তুলার আহ্বান করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এড. একে. এম. শাহজালাল চৌধুরী।
তিনি বলেন, উখিয়া উপজেলাকে একটি মডেল, শিক্ষিত এবং উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সহ-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশগড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। মানবিক মানুষ হিসেবে নিজেকে সেবামূলক কর্মকাণ্ড, পিতা-মাতার সেবা করতে হবে। শিক্ষকগণের আদেশ ও নিষেধ মেনে চলতে হবে।
শাহজালাল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, উপজেলার পালংখালীতে একটি কলেজ প্রতিয়ষ্ঠা করার প্রয়োজনিয়তা রয়েছে। কলেজ প্রতিষ্ঠা করার ব্যবপারে আন্তরিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে দুরে থেকে কর্মমূখী শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলা আহ্বান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুলের পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, একাডেমি সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি নুরুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ফরিদ আহমদ, আহমদ উল্লাহ সওদাগর, হাফেজ শাহ আলম, মাস্টার সব্বির আহমদ, সাবেক প্রধান শিক্ষক এম আব্দুর রহিম হেলালী, পালংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌ. মোহাম্মদ মোছা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ ছাড়াও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য এবং আজীবন দাতা সদস্যদের মাঝে সম্মাননা স্মারক, মরণোত্তর সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।