মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকা এক ভিসা কর্মসূচি বদলে তথাকথিত গোল্ড কার্ড আনার কথা ভাবছেন, ৫০ লাখ ডলার দিয়ে যে কার্ড কিনলে খুলে যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ। মঙ্গলবার তিনি মার্কিন ‘ইবি–৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসাকে গোল্ড কার্ডে পরিণত করার এ ভাবনার কথা জানান, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। ইবি–৫ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড মিলত, যার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যেত। খবর বিডিনিউজের।
‘আমরা গোল্ড কার্ড বেচতে যাচ্ছি। যার দাম হতে পারে ৫০ লাখ ডলারের মতো,’ বলেছেন ট্রাম্প। এটা আপনাকে গ্রিন কার্ডের সুযোগ–সুবিধা দেবে, সঙ্গে করে দেবে নাগরিকত্ব পাওয়ার পথ। ধনী লোকজন এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে। দুই সপ্তাহের মধ্যে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে জানিয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট।