সুদানে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল। আল জাজিরার এক প্রতিবেন থেকে থাকা যায়, সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে একটি আন্তোনভ সামরিক প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। প্লেনটি কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর বাংলানিউজের।