গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরু হতে বেশি দেরি নেই। তবে সেই পর্বে প্রবেশের আগেই ৪টি শর্ত রেখেছে ইসরায়েল। এই চার শর্ত পূরণ না হলে ২য় পর্ব শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দখলদার ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন। গত সোমবার ইসরায়েলি টিভি চ্যানেল কেএএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন কোহেন। খবর বাংলানিউজের। যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও এলি কোহেন। সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ৪টি শর্ত রয়েছে : ১. ৭ অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দি করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে। ২. গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। ৩. গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং ৪. পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ছয় সপ্তাহের পর্যায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়, যার ফলে হামাস–ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ থামে।