নগরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহিন, মো. জব্বার, মো. আরমান উদ্দিন নিশাত, ওমর মিয়া, জালাল হোসেন আরিফ, মো. পারভেজ, মো. আলাউদ্দিন, মো. বেলাল উদ্দিন রনি, মোগলটুলি ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন, মো. জিয়াউল হক রাজু, মো. ফোরকান, মো. শামিমুল করিম, মো. আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. জুয়েল, মো. সাহাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক, রবিউল হোসেন, মো. রাসেল, মো. ইলিয়াছ, দিদার মিয়া, মো. আল আমিন, শাকিল হোসেন, মো. রাকিব, মো. জাহাঙ্গীর, মো. হাবিবুর রহমান পলাশ, সাফায়েত হোসেন, আজফার কামাল চৌধুরী, আবু সাঈদ সুমন, মো. রাসেল, শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, নয়ন, মো. মোজাম্মেল হক ও মো. কামাল। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের মেধা ও যুক্তিনির্ভর চিন্তা চর্চার আহ্বান মেয়রের
পরবর্তী নিবন্ধগবেষণা হতে হবে বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত : রিজওয়ানা