আইএসও সনদ লাভে পার্কভিউ হসপিটালে অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আর্ন্তজাতিক মানের ল্যাব, নির্ভরযোগ্য সেবা এই স্লোগান নিয়ে চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড আইএসও অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব সম্বলিত হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে নগরীর পার্কভিউ হসপিটাল লিমিটেড। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কোুঅপারেশন (আইএলএসি) এর অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক অনুমোদিত। এই অর্জনের ফলে পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

গতকাল বুধবার পার্কভিউ কনফারেন্স হলে আইএসও স্বীকৃতি পাওয়া উপলক্ষে নগরীর পার্কভিউ হসপিটাল আয়োজন করে আইএসও সনদপ্রাপ্তি উদযাপন অনুষ্ঠান। পার্কভিউ হসপিটালের মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, পার্কভিউ হসপিটালের পরিচালক আমেনা শাহীন। আরও উপস্থিত ছিলেন ল্যাব পরিচালক ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহেদ আহমেদ, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ডা. শাকিল আহমেদ, অনকোলজি বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রোকসানা আহমেদ, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া, পার্কভিউ হসপিটালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, পার্কভিউ হসপিটালের ল্যাবের হেড অব অপারেশন নাঈমুর রহমান, মাকেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারী। উলেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি আইএসও ১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন পেয়েছে, যার মধ্যে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট স্থাপনের উদ্যোগ
পরবর্তী নিবন্ধহালদায় ২৫০০ মিটার জাল জব্দ