দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবি জানিয়ে বলেছন, একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। ছাত্রজনতার আন্দোলনের ফসল হাইজ্যাক করার ষড়যন্ত্র করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষনা হয়নি,অথচ প্রার্থী ঘোষনা করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে আয়োজিত জনসভায় বক্তারা এ সব কথা বলেন।

গত মঙ্গলবার খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।এর আগে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শাপলা চত্বরে জামায়েত হয়। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, প্রবীন চন্দ্র চাকমা ও জাকিয়া জিনাত বিথী।

মনিরুল হক চৌধুরী বলেন, স্বৈরাচারী সরকারের কাছে পাহাড়িবাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। তিনি তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকারের পেছনে বাসের ধাক্কা, পরে একই বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
পরবর্তী নিবন্ধঅ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে অ্যাডভান্সড ল্যাপারস্কপিক সার্জারি বিষয়ক কর্মশালা