আনোয়ারায় কিশোর গ্যাং সম্রাট গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জাকির হোসেন বাবুকে (১৯) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শোলকাটা গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, কিশোর গ্যাং লিডার সম্রাট গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ও কৈনপুরা ডাকাতি প্রস্তুতি মামলার আসামি জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ নানান সামাজিক অপরাধে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।