সাতকানিয়ায় ১০ লাখ ৬৮ হাজার নগদ টাকা ও ৫ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা এলাকা থেকে নগদ অর্থ ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ৩নং ওয়ার্ডের চাদের পাড়ার মৃত আলিমুল্লাহর মেয়ে নুর বাহার (৬২) ও কক্সবাজারের টেকনাফ হোয়াইকং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুর রহমানের মেয়ে রোকিয়া বিবি (২১)।
র্যাব–৭ জানায়, দক্ষিণ ঢেমশা এলাকার একটি বাড়িতে বিক্রির জন্য ইয়াবা মজুদ এবং বিক্রয়কারীর অবস্থানের খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে নুর বাহার ও রোকিয়া বিবিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ১০ লাখ ৬৮ হাজার টাকা ও গোয়াল ঘরের বালুর স্তুপ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ নানা রকম মাদক এনে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।