নগরীতে চলন্ত বাসে এক নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আইনজীবীর নাম– শেফায়েতুন নেছা সোমা। গতকাল নগরীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আইনজীবী শেফায়েতুন নেছা সোমা দৈনিক আজাদীকে বলেন, টাইগারপাস মোড় থেকে ৬ নম্বর রুটের বাসে করে আদালতে যাচ্ছিলাম। চালকের ঠিক পেছনের সিটটায় বসেছিলাম। বাসটি স্টেশন রোড এলাকায় পৌঁছালে সেখান থেকে ছয় থেকে সাতজন লোক ওঠে এবং চালকের আসনের পেছনে দাঁড়ায়। এদের মধ্য থেকে একজন হঠাৎ আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান মেরে দ্রুত বাস থেকে নেমে দৌড় দেয়। তখন আমি চিৎকার দিয়ে উঠি এবং ছিনতাইকারীদের ধরার জন্য বাস থেকে নামার চেষ্টা করি। কিন্তু বাকী ছিনতাইকারীরা বাসের ভেতর পরিস্থিতি তৈরী করে আমাকে নামতে দেয়নি।
একপর্যায়ে সবাই বাস থেকে নেমে যান। সোমা বলেন, বাসটির চালক ধীরে বাস চালাচ্ছিলেন। এর ফলে ছিনতাইকারীরা বাস থেকে নামতে পেরেছেন। মনে হচ্ছে, বাস চালক ও তার সহযোগীও ছিনতাইকারীদের সাথে সম্পৃক্ত। তিনি বলেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে গেছে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দৈনিক আজাদীকে বলেন, চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।