সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায়

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ফেস্ট গত সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. প্রকৌশলী মইনুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তাবৃন্দ। শুরুতে র‌্যালি ও অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এটা জীবনের সবেচেয় গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজ থেকে তোমাদের শুরু হচ্ছে প্রকৌশলী হিসেবে দেশকে সেবা করার সুযোগ। যারা ডিগ্রি অর্জন করে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছো তাদের সবার জন্য শুভকামনা। দেশের উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশাকরি তোমাদের এই অর্জন দেশ ও প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে। উপাচার্য বলেন, এ ডিগ্রি তোমাদের ক্যারিয়ার ও ভবিষ্যতকে সমৃদ্ধ করবে। সামনের দিনগুলো আরও সুন্দর হোক অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।

অধ্যাপক সরওয়ার জাহান বলেন, যে গুণগত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল তা আজ বাস্তব রূপ নিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশকে উজ্জ্বল করছে। অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক বলেন, অর্জিত সনদের মাধ্যমে কর্মক্ষেত্রে সফল হয়ে দেশ ও প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দাও। বিশ্বমানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি ।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী আবুল হাসান বলেন, এই বিদায় আনন্দের; কারণ তোমরা ডিগ্রি অর্জন করে নতুন একটি জগতে প্রবেশ করছ। আশা করি নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসএমএমইউ’র ৫৪৪ জনের নিয়োগ বাতিল
পরবর্তী নিবন্ধপৃথক স্থানে উল্টে গেল দুই মালবাহী ট্রাক, নিহত দুই