রাঙ্গুনিয়ায় তালাবদ্ধ এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাহাব্দী নগর সেন বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারুয়া সেন বাড়ির তন্ময় সেন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে থাকেন। ঘটনার রাতে বাড়িতে তালা দেওয়া ছিল। হঠাৎ তন্ময় সেনের বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার কারণ অফিসিয়ালভাবে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জেনেছি। কেউ লিখিত জানালে অবশ্যই তদন্ত করা হবে।