রমজানে অপরাধ নিয়ন্ত্রণে করা হচ্ছে স্পেশাল কন্ট্রোল রুম

সমন্বয় সভায় সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারিবেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল বুধবার বিকেল ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সভায় কমিশনার সরকারিবেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের পর্যবেক্ষণসমূহ শুনে সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইমারজেন্সি সাপোর্ট করার জন্য সিএমপি কমিশনার অফিসে একটি স্পেশাল কন্ট্রোল রুম স্থাপন করা হবে যা প্রথম রোজা থেকে কার্যক্রম শুরু করবে। যার মোবাইল নম্বর হলো, সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন ০১৩২০০৫৭৯৯৮; সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন ০১৩২০০৫৪৩৮৪ (শুধুমাত্র রমজান মাসের জন্য প্রযোজ্য)। তিনি হোন্ডা মোবাইল পার্টিকে আরও বেশি একটিভসহ অপরাধ প্রবণ এলাকায় এবং সুপারমার্কেট বা শপিংমলের সামনে যৌথ বাহিনীর টহল জোরদার করার কথা বলেন। ব্যাংক থেকে বড় অংকের টাকা পয়সা নেয়ার সময় যদি কেউ থ্রেট ফিল করে তাহলে সেক্ষেত্রে মানি স্কট দেয়া হবে বলে তিনি জানান। এছাড়াও তিনি বেপজা, গার্মেন্টস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে তাদের কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ করার জন্য অনুরোধ করেন।

সভায় বিভিন্ন সরকারিবেসরকারি সংস্থার প্রতিনিধিগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পুণ্যার্থীদের ঢল দুই তীর্থযাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নেতৃত্বে অভ্যুত্থানের সমন্বয়করা